সাংবাদিক হানিফ’কে হেয়পন্ন করা চক্রের সদস্য ফয়সাল ফোন আলাপ ফাঁস 

0
147
https://youtu.be/iYpNFyLdh2I
স্টাফ রিপোর্টারঃ সিলেটে সাংবাদিক হানিফ এর বিরুদ্ধে ভূয়া তথ্য দিয়ে সম্মান নষ্ট করতে উঠে পড়ে লেগেছে  কু-চক্রী মহলের খল-নায়ক  ফয়সাল কাদির। অবশেষে কু-চক্রী মহলের মিথ্যা তথ্যের ফোনা আলাপ ফাঁস হয়েছে।
এবিষয়ে ফয়সাল কাদিরের সাথে যোগাযোগ করতে চেষ্টা করলে তার মোবাইল ফোন নাম্বারটি সংযোগ বিছিন্ন রয়েছে বলে তার বক্তব্য সংগ্রহ করা সম্ভব হয়নি।
ভুক্তভোগী সাংবাদিক হানিফের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, তার নিজ সম্পাদনায় সুরমা মেইল নিউজ পোর্টালসহ সিলেটের স্হানীয় দৈনিক ও জাতীয় দৈনিক এবং বিভিন্ন অনলাইন টিভি’তে ফয়সাল কাদিরের সহযোগী প্রতারণার সংবাদ প্রকাশের পর থেকেই আমার পিছু নিল কু-চক্র মহলের ব্যক্তিরা। কিভাবে আমাকে সমাজে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় প্রতিপন্ন করা যায় তা নিয়ে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্রের জাল বিস্তার করে আসছে। অনেক দিন পর কু-চক্র মহলের এক সদস্যের মুখোশ উম্মোচন হয়েছে। আশা করি এক এক করে সকলে মুখোশই উম্মোচন হবে ইনশাআল্লাহ। সত্যের জয় নিশ্চিত হবেই।
 সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হানিফকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভূয়া ও মিথ্যা তথ্য দিয়ে সমাজে সম্মান ক্ষুন্ন করতে উঠে পড়ে লেগেছে একটি কু-চক্রী মহল।
ভূয়া তথ্য দিয়ে সাংবাদিক হানিফের সম্মান ক্ষুন্ন করতে স্ব-চেষ্ট ঐ চক্রটির একজনের একটি অডিও কল রেকর্ড আমাদের হাতে এসেছে। ঐ অডিও কলের রেকর্ড থেকে জানা গেছে, ফয়সল কাদির নামীয় ব্যক্তি মুক্তির একাত্তর ডটকম অনলাইন নিউজ পোর্টালের হবিগঞ্জ প্রতিনিধি নিসফা আক্তার জেনিকে ফোন ও হোয়াটসআপ মেসেঞ্জারে সাংবাদিক হানিফের বিরুদ্ধে মিথ্যা ও ভূয়া তথ্য দিয়ে সংবাদ প্রচার করতে বিভিন্ন ভাবে লোভ ও প্রলোভন দেখান ও সংবাদ প্রচারের বিনিময়ে বড় অংকের আর্থিক সুবিধা প্রদানের আশ্বাস দেন।
মহিলা সংবাদ কর্মী নিসফা আক্তার জেনি ফোনকল দাতাকে সংবাদ প্রচারের জন্য পর্যাপ্ত তথ্য ও নথি চাইলে ফোনকল দাতা ফয়সল কাদির ও সহযোগীরা মিলে মিথ্যা ও প্রতারণা মূলক বিভিন্ন কৌসল প্রদান করেন। লোভ প্রলোভন দেখিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করে সাজানো নাটক দ্বারা সাংবাদিক হানিফের বিরুদ্ধে সংবাদ প্রচারে ব্যর্থ হয় ফয়সল কাদিরের নেতৃত্বাধীন কু-চক্রী মহলটি।
এ বিষয়ে মুক্তির একাত্তর ডটকম নিউজ পোর্টালের হবিগঞ্জ প্রতিনিধি নিসফা আক্তার জেনির সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, টাকার জন্য কারো সম্মান নষ্ট করাকে সাংবাদিকতা বলে না। তিনি আরো জানান, কারো বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে প্রতিহিংসা মূলক সংবাদ প্রচার করে হয়রানি করা ও সম্মান নষ্ট করা হলুদ সাংবাদিকতা ও চাঁদাবাজি ছাড়া আর কিছুই নয়।
কু-চক্র মহলের ব্যক্তিদের মুখোশ উম্মোচনে ধারাবাহিক পর্ব চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here