নিজস্ব প্রতিবেদকঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় সাতছড়ি জাতীয় উদ্যানে কিশোরী প্রেমিকাকে ধর্ষণ করেছে এক লম্পট তার নাম দেওয়ান মিয়া সে চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের রঘুরামপুর গ্রামের মৃত ফিরোজ আলী ছেলে।
ঘটনা সুত্রে জানা যায় দেওয়ান মিয়া ওই কিশোরী মেয়ের সাথে গত পাঁচ দিন যাবত মোবাইল ফোনে রং নাম্বারে কথা বলে আসছিল।সেই সুবাদে আজ মেয়েটি চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার টিকা দেয়া কথা বলে বাড়ি থেকে বেরিয়ে আসলে লম্পট দেওয়ান মিয়া তাকে ফুসলিয়ে ২৬ ফেব্রুয়ারী সাতছড়ি জাতীয় উদ্যানে গহীন জঙ্গলে নিয়ে ধর্ষণ করে।
এসময় ধর্ষক দেওয়ান মিয়ার সহযোগী টমটম ড্রাইভার মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করলে মেয়েটির চিৎকারে সাতছড়ি জাতীয় উদ্যানের প্রহরী এবং ফরেস্ট লোকজন এগিয়ে এসে মেয়েটিকে উদ্ধার করে লম্পট দেওয়ান মিয়াকে আটক করে। পরবর্তীতে চুনারুঘাট থানা পুলিশকে খবর দিলে পুলিশ কিশোরী মেয়ে সহ ওই ধর্ষক দেওয়ান মিয়াকে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি তদন্ত চম্পক দাম বলেন ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হবে।