আকিকুর রহমান রুমন, বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর থেকে আছমা আক্তার নামের এক অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারী সকাল ১০টার দিকে বনের লেবুবাগানের কাছ থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে নিয়ে যায়।
নিহত আছমা ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার গৌকরন গ্রামের আলী মিয়ার মেয়ে।তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
বুধবার ১৬ ফেব্রুয়ারী বিকালে তার স্বামী আলমগীর মিয়ার সঙ্গে ওই নারী সাতছড়িতে এসেছিল।
পুলিশের ধারণা, পারিবারিক কলহের জের ধরে স্বামী তাকে সাতছড়িতে এনে গলায় গামছা পেঁচিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে যেতে পারে। এ ঘটনার পর পুলিশ তার স্বামীকে আটক করেছে।
চুনারুঘাট থানার ওসি মো.আলী আশরাফ সংবাদ মাধ্যমকে বলেন,লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে নাসিরনগর থানা পুলিশ। এবিষয়ে মামলার প্রস্তুতি চলছে।