আরিফ মিয়া, স্টাফ রিপোর্টারঃ সিএনএন বাংলা টেলিভিশনের কার্যলয় পরিদর্শণ করলেন ঢাকা প্রেসক্লাবের নেতৃবৃন্দরা। সোমবার (১০ এপ্রিল) বিকেলে রাজধানীর মতিঝিলে ট্রি ভবনে সিএনএন বাংলা টেলিভিশনের কার্যলয়ে পরিদর্শন শেষে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে যোগ দেন তারা।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল, সিনিয়র সহ-সভাপতি মোতাসিম বিল্লাহ, সহ-সভাপতি শাহীন আল মামুন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মেসবাহ আলম মোহন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ চিসতি, সাংগঠনিক সম্পাদক শিমুল ও নারায়ণগঞ্জ রিপোর্টাস ক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ আরিফ মিয়া, যোগাযোগ বিষয়ক সম্পাদক শাহাদাৎ মোল্লাসহ সিএনএন পরিবারের সকল সদস্যরা। এসময় অতিথিরা প্রতিষ্ঠানটির সফলতা ও মঙ্গল কামনা করেন।