শাকিল আহমেদ, জামালপুর (ময়মনসিংহ) থেকেঃ সিরাজগঞ্জের চৌহালীতে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে অফিস সহকারীকে পিটানোর ঘটনার বিচার ও হামলাকারী বিএনপি নেতা আনিস সিকদারসহ অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ,জামালপুর জেলা শাখা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ জাফর আলী সহঃ প্রচার সম্পাদক আব্দুল কাদের কেন্দ্রীয় সদস্য রিমল তালুকদার কেন্দ্রীয় সদস্য মাহফুজুর রহমান রোমান জেলার সাধারন সম্পাদক মামুনঅর রশিদ সরকার সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
উল্লেখ্য, গত ২০ জুলাই দুপুরে সিরাজগঞ্জের চৌহালীতে শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে অফিস সহকারীকে পিটানোর ঘটনা ঘটে । এবিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পয়লা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ আঃ হালিম ( বাবুল সরকার) কে চৌহালী সিকদার পাড়া কারিগরি কলেজের রেজিলেশন খাতায় স্বাক্ষর না করায় কলেজের প্রতিষ্ঠাতা বিএনপি নেতা আনিস সিকদার এবং তার ভাই কলেজের পিয়ন মোঃ মুজিবুর রহমান বুলু সিকদার সহ ৩/৪ মিলে মারপিট করেছেন ।
ভুক্তভোগী অফিস সহকারী মোঃ আঃ হালিম(বাবুল সরকার) জানান, আমি কারিগরি কলেজের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, আজ আমার কাছে কলেজের প্রতিষ্ঠাতা বিএনপি নেতা আনিস সিকদার এবং তার ভাই মুজিবুর রহমান বুলু সিকদার কলেজের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নিয়োগের রেজুলেশন খাতা এবং নোটিশ খাতায় স্বাক্ষর করতে বলে বিষয়টি আমি অবগত না থাকায় স্বাক্ষর করি না এবং কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে পরামর্শ করে স্বাক্ষর করবো বলে জানাই । একপর্যায়ে সে উত্তেজিত হয়ে আমার গলা চেপে ধরে কিল-ঘুসি শুরু করে পরে তার ভাই সহ আরও ৩/৪ জনকে সাথে নিয়ে আমাকে কিল ঘুষি মেরে জখম ও আহত করে। আহত অবস্থায় আমার স্কুলের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেন।