সিলেটের গোয়াইনঘাটে নিষিদ্ধ ৬ লাখ ৩০ হাজার ভারতীয় আমদানি নিষিদ্ধ নাসির বিড়িসহ চারজন আটক ও ইঞ্জিনচালিত একটি স্টীলের নৌকা জব্দ করেছে পুলিশ

0
365

গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৬ লাখ ৩০ হাজার ভারতীয় আমদানি নিষিদ্ধ নাসির বিড়িসহ চারজনকে আটক করেছে পুলিশ। এসব একটি ইঞ্জিনচালিত একটি স্টীলের নৌকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (০১ জুলাই) বিকেল ৩টার দিকে এ অভিযান পরিচালিত হয়।

আটককৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের হেমু এলাকার শফিকুর রহমানের ছেলে মো. আলী আকবর (২০), ইসরাক আলীর ছেলে মিসবাহ উদ্দিন (১৯), ফখরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (২০) ও হারুন অর রশিদের ছেলে তানভীর আহমদ (২০)।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে চেঙ্গেরখাল নদীর সালুটিকর এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ বান্ডিল ভারতীয় আমদানি নিষিদ্ধ নাসির বিড়ি, চার যুবক ও বহণকারী একটি ইঞ্জিন চালিত স্টিলের নৌকা আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here