গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাটে অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৬ লাখ ৩০ হাজার ভারতীয় আমদানি নিষিদ্ধ নাসির বিড়িসহ চারজনকে আটক করেছে পুলিশ। এসব একটি ইঞ্জিনচালিত একটি স্টীলের নৌকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (০১ জুলাই) বিকেল ৩টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন- জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়নের হেমু এলাকার শফিকুর রহমানের ছেলে মো. আলী আকবর (২০), ইসরাক আলীর ছেলে মিসবাহ উদ্দিন (১৯), ফখরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ (২০) ও হারুন অর রশিদের ছেলে তানভীর আহমদ (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে চেঙ্গেরখাল নদীর সালুটিকর এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ বান্ডিল ভারতীয় আমদানি নিষিদ্ধ নাসির বিড়ি, চার যুবক ও বহণকারী একটি ইঞ্জিন চালিত স্টিলের নৌকা আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।