এম এ কাদেরঃ সিলেট বিভাগের হবিগঞ্জ জেলায় পহেলা জুন বৃহস্পতিবার সকাল ১১:০০ ঘটিকায় হবিগঞ্জ জেলা পুলিশ লাইন্স ড্রিল শেডে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম, ডিআইজি, সিলেট রেঞ্জ, বাংলাদেশ পুলিশ, সিলেট।
মান্যবর ডিআইজি মহোদয় পুলিশ লাইন্সে পৌঁছালে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়।
এ সময় মাননীয় ডিআইজি মহোদয়কে জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
সালাম ও অভিবাদন গ্রহণ শেষে মাননীয় ডিআইজি মহোদয় জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বিশেষ কল্যাণ সভায় ও বৃক্ষরোপন অভিযানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়।
বিশেষ কল্যাণ সভায় হবিগঞ্জ জেলার সকল থানা ও ফাঁড়ীর ইনচার্জসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
মাননীয় ডিআইজি মহোদয় উপস্থিত সকলের সুবিধা অসুবিধার কথা মনোযোগ সহকারে শুনেন এবং তা প্রতিকারের আশ্বাস দেন। এ সময় মাননীয় ডিআইজি মহোদয় হবিগঞ্জ জেলা পুলিশের সকল সদস্যদের উদ্দেশ্যে বিভিন্ন আদেশ ও উপদেশ প্রদান করেন।
পরে তিনি জেলা পুলিশের সকল ইউনিট ইনচার্জগণের সাথে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।
এছাড়াও জনাব শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ এর সঞ্চালনায় বিশেষ কল্যাণ সভায় উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল হান্নান, কমান্ড্যান্ট (এসপি), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, হবিগঞ্জ, জনাব পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ,জনাব মোঃ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),হবিগঞ্জ, জনাব আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), হবিগঞ্জ, জনাব মোঃ নাজিম উদ্দিন, সহকারী পুলিশ সুপার (ক্রাইম), রেঞ্জ ডিআইজি অফিস, সিলেট, জনাব নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জ, জনাব তোয়াহা ইয়াছিন হোসেন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), হবিগঞ্জ, জনাব ডাঃ প্রসূন কান্তি দেব, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, হবিগঞ্জ, ডাঃ তামান্না বেগম, মেডিকেল অফিসার, পুলিশ হাসপাতাল, হবিগঞ্জসহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।