সিলেট প্রতিনিধিঃ সিলেটের সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলনে মেয়র প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান। সোমবার (১৩ জুন) রাত ৮টায় মহানগরীর শিবগঞ্জ সোনারপাড়া এলাকায় প্রধান নির্বাচনি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি।
এ সময় সময় উপস্থিত ছিলেন– ইসলামী আন্দোলন মহানগরের উপদেষ্টা রেদোয়ানুল হক, কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মোয়াজ্জেম হোসেন খান, ইসলামী আন্দোলন মোজাহীদ কমিটির সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক আহমেদসহ অন্য নেতাকর্মীরা।