সিলেটের সিটি নির্বাচন বয়কটের ঘোষণা হাতপাখা প্রতীকের প্রার্থীর

0
125
সিলেট প্রতিনিধিঃ সিলেটের সিটি করপোরেশন (সিসিক) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ইসলামী আন্দোলনে মেয়র প্রার্থী মাওলানা মাহমুদুল হাসান। সোমবার (১৩ জুন) রাত ৮টায় মহানগরীর শিবগঞ্জ সোনারপাড়া এলাকায় প্রধান নির্বাচনি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন তিনি।

 

হাতপাখা প্রতীকের এই প্রার্থী সাংবাদিকদের বলেন, বরিশালে ইসলামী আন্দোলনের নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের ওপর হামলা এবং ভোটে কারচুপি হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশন যে নাটক করেছে তা নিন্দনীয়। বর্তমান পরিস্থিতিতে নির্বাচনে আমাদের কোনও আস্থা নেই। দলের সিদ্ধান্ত অনুসারে আমরা নির্বাচন বয়কট করলাম। সেই সঙ্গে সরকার পতনের আন্দোলন সিলেট থেকে জোরদার করা হবে। এ সময় নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করেন তিনি। মঙ্গলবার ১৩ই জুন নির্বাচন বর্জনের ব্যাপারে নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হবে বলেও জানিয়েছেন  তিনি।

এ সময় সময় উপস্থিত ছিলেন– ইসলামী আন্দোলন মহানগরের উপদেষ্টা রেদোয়ানুল হক, কেন্দ্রীয় উপদেষ্টা ডা. মোয়াজ্জেম হোসেন খান, ইসলামী আন্দোলন মোজাহীদ কমিটির সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসহাক আহমেদসহ অন্য নেতাকর্মীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here