এম এ কাদেরঃ সিলেটের জেল কারাগারে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের পক্ষ থেকে গতকাল কারাবন্দিদের অবসরে সময় কাটানোর জন্য বেশ কিছু ক্রামবোর্ড দেওয়া হয়েছে। এ সময় জেল কর্তৃপক্ষের পক্ষ থেকে জেলার জনাব সাখাওয়াত হোসেন ও সুবেদার মান্নান ক্রামবোর্ড গুলো গ্রহণ করেন। আর এই ক্রামবোর্ড গুলো প্রদান করেন আসক ফাউন্ডেশনের সিলেট বিভাগের সভাপতি মোঃ রাকিব আল মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন আসক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব জালাল উদ্দিনসহ অন্যান্য সদস্যরা ।
রাকিব আল মাহমুদ বলেন, জেল কারাগারে যারা সাজাপ্রাপ্ত আসামী বা যারা দোষে কিংবা বিনা দোষে জেলে রয়েছেন তাদের মধ্যে অনেকেই হয়তো আমার বা আপনার প্রতিবেশী বা পরিচিত জন। এদের মধ্যে অনেকেই নিঃসঙ্গতায় সময় কাটায়। তিলে তিলে নিজের ভিতরের মানুষটাকে শেষ করে দেয়। কখনো কখনো চিন্তা করতে করতে নিজে অসুস্থ হয়ে পড়ে। তাই জেলখানায় যারা রয়েছে ওদের রয়েছে মানবিক ও সামাজিক অধিকার। তাই ওদের অধিকারের কথা বিবেচনা করে এবং যাতে জেল থেকে সাজা খেটে সুস্থ পরিবেশে স্বাভাবিক মানুষ হিসেবে ফিরে আসতে পারে সেই লক্ষ্যে জেলখানায় আমি বিভিন্ন সময় ধর্মীয় গ্রন্থ, ধর্মীয় বই, শিক্ষামূলক বিভিন্ন উপন্যাস, খেলার সামগ্রী, পোশাক সামগ্রী ইত্যাদি দিয়ে থাকি। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় যদি কোন অপরাধী জেল থেকে ভালো হয়ে ফিরতে পারে তাহলে নিজেকে সার্থক মনে করতে পারবো।