বিশেষ প্রতিবেদক, সিলেট থেকেঃ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাবের সিলেট বিভাগীয় শাখার ( সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব ) সাংবাদিকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র (বিএমএসএস) নেতাকর্মীসহ প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান। রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর বন্দর বাজারস্থ রংমহল টাওয়ারে রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে সিলেটের সাংবাদিকদের সাথে সাক্ষাৎ করেন। এসময় রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে বিএমএসএস এর নেতাকর্মীদের’কে ফুলেল শুভেচছা বিনিময়ের মাধ্যমে বরণ করেন।
খন্দকার আছিফুর রহমান এক সংক্ষিপ্ত সফরে সিলেটে এসে রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে স্বাক্ষাতে মন-মূগ্ধ হন তিনি । এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির পরিবেশ বিষয়ক সম্পাদক মোহান আহমদ, সিলেট বিভাগীয় সভাপতি এস এম ওয়াহিদ ইসলাম, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব বক্ত চৌধুরী, সহ-সম্পাদক বদরুল ইসলাম প্রমূখ।
সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে বিএমএসএস নেতৃবৃন্দকে স্বাগত জানান সিলেট বিভাগীয় রিপোর্টার্স ক্লাবের সভাপতি সুনির্মল সেন, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ হানিফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান, সহ-সভাপতি মোশারফ হোসেন খান, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমদ, কোষাধ্যক্ষ আফজাল মিছবা, দৈনিক সন্ধ্যাবানী’র ফটো সাংবাদিক আবিদুল রহমানসহ অন্যান্য সাংবাদিক বৃন্দরা।
স্বাক্ষাৎকালে বিএমএসএস চেয়ারম্যান জেলা-উপজেলাসহ মফস্বলের সাংবাদিকদের যোগ্যতাবৃদ্ধিসহ তাদের বিভিন্ন দাবী-দাওয়া ও অধিকার প্রতিষ্ঠায় দুটি সংগঠন একসাথে কাজ করার আশা ব্যক্ত করেন।