সিলেট ও সুনামগঞ্জ বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান – সাংবাদিক শেখ শাহাউর রহমান বেলাল 

0
149

সিলেটে ৪২ বছরের রেকর্ড ভেঙ্গে বন্যায় তলিয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি !

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ

এফআইআর টিভি অনলাইন ডেস্কঃ সিলেট ও সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি এখন ভয়াবহ। ৪২ বছরের রেকর্ড ভেঙ্গে বন্যায় তলিয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি। পানিতে ভাসছে শত শত লাশ। রাস্তায়, গাছ তলায় বসে রাত খাটাচ্ছে অনেকেই। না খেয়ে দিন কাটালেও নেই মাথা গোজার ঠাঁই। মায়ের কুলের শিশুদের কান্নায় ভাড়ি হচ্ছে আকাশ। আমরা কি পারি না সাধ্যমত তাদের পাশে দাঁড়াতে? তাদের মুখে একটু হাসি ফোটাতে আসুন সহযোগিতার হাত বাড়াই।

দেশ-বিদেশের ভাইদের কাছে বন্যার্তদের জন্য সাহায্যর আবেদন।

শীঘ্রই আমরা যাচ্ছি ত্রাণ সামগ্রী নিয়ে। এ যাত্রায় আপনিও হতে পারেন আমাদের সহযোগি। আগামী এক সপ্তাহের মধ্যে ত্রাণ
সামগ্রী বিতরণের জন্য সকলের সহযোগিতা
কামনা করি।

যদি কেউ আমাদের সাথে অর্থ দিয়ে শামিল থাকতে চান তাহলে যোগাযোগ করুনঃ 01763715291 নাম্বারে। আমরা আপনার হয়ে আপনার দেয়া সাহায্য তুলে দেবো তাদের হাতে।

সাহায্য পাঠাতে পারেন বিকাশ ও নগদ নাম্বারে; 01763715291 মনে রাখবেন আপনার একটু সাহায্য বাঁচাবে মায়ের কুলের একটি শিশুর প্রাণ।

আসুন আমরা সিলেট-সুনামগঞ্জবাসীর জন্য মহান আল্লাহর কাছে দোয়া করি, তিনি যেনো তাদের হেফাজত করেন, রক্ষা করেন, রহম করেন। আমিন, ছুম্মা আমিন।

আহব্বানেঃ-
শেখ শাহাউর রহমান বেলাল

বিগঞ্জ জেলা প্রতিনিধিঃ আনন্দ টিভি

০১৯৩১৪৬১৩৬৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here