আন্তর্জাতিক স্পোর্টস ডেস্কঃ দানিলো ও নেইমার ছাড়াই সুইজারল্যান্ডের’কে  ১ -০  গোলে হারিয়ে বিজয় নিশ্চিত করল বিশ্ব চ্যাম্পিয়ান দল ব্রাজিলের।
দোহার স্টেডিয়াম ৯৭৪-এ সুইজারল্যান্ডের মুখোমুখি ব্রাজিল। নেইমার নেই, নেই দানিলো তাতে কী ? সুইজারল্যান্ডের বিপক্ষে লিড নিয়েছে ব্রাজিল। গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা ক্যাসিমিরো । ম্যাচের ৮৩ মিনিটে গোল করেন তিনি।

উল্লেখ্য, প্রথম ম্যাচ জেতায় দুই দলের সামনেই সুযোগ ছিল পরের রাউন্ডে যাওয়ার। কিন্তুক সুইজারল্যান্ড’কে পা কাটিয়ে দ্বিতীয় রাউন্ডে অবস্থান করে নিল ব্রাজিল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্রাজিল নেইমার ও দানিলো কে পায়নি । ইঞ্জুরির কারণে আপাতত দুজনই বিশ্বকাপ থেকে ছিটকে গেছে। তার পরও ব্রাজিল দলের খেলোয়াড়রা প্রমান করে দিল আসলেই তারা চ্যাম্পিয়ান দল।

কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে জিততে তেমন বেগ পেতে হয়নি ব্রাজিলকে। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা সোমবার ২৮শে নভেম্বর রাত ১০টায় সুইজারল্যান্ডের বিপক্ষে লড়াই করে এই ম্যাচে জয় নিশ্চিত করে  দ্বিতীয় রাউন্ডে খেলার টিকিট নিশ্চিত করল  ৫ বারের চ্যাম্পিয়ান দল ব্রাজিল  ।
দোহার ৯৭৪ স্টেডিয়ামে ব্রাজিল-সুইজারল্যান্ড ম্যাচে নজরে ছিল রিচার্লিসনের দিকে। তিনি সার্বিয়ার বিপক্ষে অবিশ্বাস্য সুন্দর গোল উপহার দিয়েছেন। তার জোড়া গোলেই জয় নিশ্চিত করে ব্রাজিল। নজরকারা ফাঁকি দিয়ে ব্রাজিল দলের খেলোয়াড়গন তাদের কাঙ্ক্ষিত জয় অর্জন করতে সক্ষম হয়েছে।

সুইজারল্যান্ড-ব্রাজিল ম্যাচে নজর ছিলোঃ রাফিনহা, ভিনিসিয়ুস, ব্রুনো গুইমারেস, ফ্রেদ, মার্কুইনহোস, থিয়াগো সিলভা, রুবেন ভার্গাস, জিব্রিল সো, জেরদান শাকিরি, ম্যানুয়েল আকানজি, নিকো এলভেদির দিকে।

পরিসংখ্যান দেখে নেনঃ
১) বিশ্বকাপে ব্রাজিল এবং সুইজারল্যান্ডের মধ্যকার আগের দুটি লড়াই ড্রতে শেষ হয়েছে (১৯৫০ সালে ২-২, ২০১৮ সালে ১-১)।
২) সব প্রতিযোগিতা মিলে দুই দলের মুখোমুখি নয়টি লড়াইয়ে ব্রাজিল জিতেছে তিন ম্যাচে। সুইজারল্যান্ড জয় পেয়েছে দুটিতে। অপর চারটি ড্র।
৩) ব্রাজিল বিশ্বকাপে তাদের শেষ ১৬টি গ্রুপপর্বের ম্যাচে অপরাজিত; যা বিশ্বকাপের গ্রুপ পর্বে সবচেয়ে বেশি অপরাজিত থাকার রেকর্ড।
৪) বিশ্বকাপে কখনই টানা দুইটি ম্যাচে জয় পায়নি সুইজারল্যান্ড।
৫) ব্রাজিলের হয়ে সব প্রতিযোগিতায় রিচার্লিসন তার শেষ সাতটি ম্যাচে নয়টি গোল করেছেন।
৬) সুইজারল্যান্ডের হয়ে শেষ চার ম্যাচের তিনটিতে গোল করেছেন ব্রিল এমবোলো।
ইউরোপের শক্তিশালী দল সুইজারল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে ‘জি’ গ্রুপ থেকে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে নিয়েছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করতে সুইজারল্যান্ডের বিপক্ষে জয় দরকার ছিল ব্রাজিলের। নেইমারবিহীন ব্রাজিল সেটা করে দেখাল ঠিকঠাকভাবেই। আর তাতে এক ম্যাচ হাতে রেখেই নক আউট পর্বের টিকিট কাটল সেলেসাওরা।
২৮শে নভেম্বর বাংলাদেশ সময় সোমবার রাত ১০টায় কাতারের ৯৭৪ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।  খেলার শুরুতে তেমন ভালো কোনো মুভমেন্ট দেখা যায়নি ব্রাজিলের। তবে ২৭ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র দারুণ চেষ্টা করেছিলেন। সুইজারল্যান্ডের গোলের কাছেও পৌঁছে গিয়েছিলেন তিনি। কিন্তু সুইস গোলরক্ষক তা রুখে দেন। আর এভাবেই শেষ হয় প্রথমার্ধের খেলা।
এরপর দ্বিতীয়ার্ধ শুরু হলে একটি গোল সেমি অটোমেটেড অফসাইড টেকনোলিজে পড়ে বাতিল করে দেওয়া হয়। অবশেষে কাঙ্খিত সেই গোল আসে ৮৩তম মিনিটে। ম্যাচের মাত্র ৭ মিনিট বাকি থাকতে, ক্যাসেমিরোর পায়ের ম্যাজিকের মাধ্যমেই দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করে ব্রাজিল।
ইনজুরির কারণে নেইমার খেলতে পারেননি। ছিলেন না ডিফেন্ডার দানিলোও। নেইমারহীন ব্রাজিল কেমন করে সেটাই ছিল দেখার। তারওপর সুইজারল্যান্ডের বিপক্ষে অতীত ইতিহাস ভালো নয়।
সার্বিয়ার বিপক্ষে ব্রাজিলের জয়ের ম্যাচে পায়ের গোড়ালিতে চোটাক্রান্ত হয়ে মাঠের বাইরে ব্রাজিলের সুপারস্টার নেইমার। তার পরিবর্তে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলছেন ফ্রেদ। এছাড়া চোটের কারণে সুইসদের বিপক্ষে একাদশে সুযোগ হয়নি দানিলোর। তার পরিবর্তে সুযোগ পেয়েছেন মিলিতাও ।
বিশ্বকাপের মঞ্চে ব্রাজিল-সুইৎজারল্যান্ড কোনো দলই একে অপরের বিরুদ্ধে জয় পায়নি। এবার কাতার ফুটবল বিশ্বকাপে সেই কাঙ্ক্ষিত জয়  নিশ্চিত করল ব্রাজিল।
ব্রাজিলঃ অ্যালিসন বেকার (গোলরক্ষক), এডার মিলিতাও, থিয়াগো সিলভা, মার্কুইনহোস, অ্যালেক্স সান্দ্রো, ক্যাসেমিরো, ফ্রেদ, পাকুয়েতা, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়ুস জুনিয়র কোচ: তিতে
সুইজারল্যান্ডঃ ইয়ান সমার (গোলরক্ষক), উইদমার, আকানজি, এলভেদি, রদ্রিগেজ, জাকা, ফ্রেইলর, রেইডার, শো, ভারগাস, এমবোলু।
কোচ: মুরাত ইয়াকিন।
এক ম্যাচ হাতে রেখেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করল ব্রাজিল
কাতারের ৯৭৪ স্টেডিয়ামে অতীতের জয়ের আক্ষেপ ঘোচাতে চেয়েছিল সুইজারল্যান্ড কিন্তুক তা আর হল না তাদের দলের পক্ষে। অবশেষে জয় ধ্বনিতে আনন্দে মেতে উঠে বিশ্ব চ্যাস্পিয়ান দল ব্রাজিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here