সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে নির্মাণাধীন এক সেতু ভেঙে পড়েছে

0
562
এফআইআর টিভি অনলাইন ডেক্সঃ র্স’।

সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম জানিয়েছেন, রোববার রাতে গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে কোন্দানালা খালের ওপর নির্মানাধীন সেতুর গার্ডার ভেঙে খালে পড়ে যায়। এ রকম গার্ডার ভেঙে পড়া ‘স্বাভাবিক দুর্ঘটনা’।

“বিকল্প সড়ক থাকায় গার্ডার ভেঙে পড়লেও যান চলাচল স্বাভাবিক আছে।”

মহামারীর কারণে সেতুটির কাজ দীর্ঘদিন বন্ধ ছিল। সম্প্রতি সেতুটির গার্ডারের কাজ আবার শুরু হয়। বাসিন্দা আব্দুর রহমান বলেন, “দুই নম্বরির কাজের ফলেই আজকে ব্রিজটি কাজ শেষ হওয়ার আগেই ভেঙে গেছে।”

এ সেতুর কাজ করা সাবেক শ্রমিক সফিক নূর বলেন, ব্রিজের যখন কাজ শুরু হয়, তখন শ্রমিক হিসেবে কাজ করি।  প্রথম থেকেই এখানে নিম্নমানের রড, সিমেন্ট ব্যবহার করেছে। আমি স্থানীয় হিসেবে এর প্রতিবাদ করায় আমাকে তাঁরা বের করে দেয়।]

তবে এসব অনিয়মের অভিযোগ অস্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠান এএম বিল্ডার্সের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, গার্ডার বসানোর সময় হাইড্রোলিক জ্যাক বিকল হয়ে যাওয়া এই দুর্ঘটনা ঘটেছে। খুব দ্রুত সেতুটি আবারও নির্মাণ করা হবে।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে এখনও বিল দিইনি। তারা পুরো ব্রিজ নতুন করে কাজ করে দিলে পরে বিল দেব।

সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here