স্টাফ রিপোর্টারঃ করোনাভাইরাস শনাক্তের পর গত সোমবার থেকে রাজধানীর গ্রিন লাইফ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন ৭১ বছর বয়সী এ অভিনেতা। শারীরিক অবস্থার উন্নতির খবর দিলেন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন চিত্রনায়ক, পরিচালক ও প্রযোজক এম এ আলমগীর।
শুক্রবার দুপুরের পর তার মৃত্যুর গুজব ফেইসবুকে ছড়িয়ে পড়লে তিনটায় আলমগীর জানান, তিনি সুস্থ আছেন। তার শারীরিক অবস্থা আগের তুলনায় উন্নতি ঘটেছে।
গত ১৮ এপ্রিল সপরিবারে নমুনা পরীক্ষায় আলমগীরের করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ এসেছে; তার স্ত্রী সংগীতশিল্পী রুনা লায়লাসহ অন্যদের রিপোর্ট নেগেটিভ এসেছে।
সপরিবারে তিনি করোনাভাইরাসের টিকার দুটি ডোজ গ্রহণ করেছেন। ১৪ ফেব্রুয়ারি নিয়েছেন টিকার প্রথম ডোজ; ১৭ এপ্রিল নিয়েছেন দ্বিতীয় ডোজ।
সদ্য প্রয়াত চিত্রনায়িকা কবরীর বিপরীতে ১৯৭৩ সালে ‘আমার জন্মভূমি’ চলচ্চিত্রের মধ্য দিয়ে নায়ক হিসেবে অভিষেক হয় আলমগীরের। আশি ও নব্বইয়ের দশকের শীর্ষ চিত্রনায়কদের মধ্যে তিনি একজন।