”সেই শাপলা চত্বর”- প্রান্ত পারভেজ 

0
33

এফআইআরটিভি অনলাইন ডেস্কঃ ঠিক এরকমই মুক্তির আন্দোলন গড়ে তুলতে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে জড়ো হয়েছিল হেফাজতে ইসলামের নেতৃত্বে সারাদেশের মাদ্রাসার ছাত্র- জনতা। সেইসকল ছাত্র- জনতাকে দমাতে ক্লিন মিশনের নামে গভীররাতে তাদের ওপর চারদিক থেকে বৃষ্টির মতো ছোড়া হয়েছিল গুলি। সেসময় স্বৈরাচারীদের গুলিতে কতজন আন্দোলনকারী শহীদ হয়েছিলো আজও তার পরিপূর্ণ হিসাব জানতে পারেনি জাতি। স্বৈরাচারীদের ভয়ে মুখ খুলতে পারেনি শহীদের পরিবার। বিচার না পেয়ে শুধু নিরবে কেঁদেছে তারা। লাশও খুঁজে পাইনি স্বজনেরা।

সেসময় ক্লিন মিশনের নামে নিরীহ ছাত্র -জনতাকে হত্যা করতে যারা হুকুম দিয়েছিল তাদেরকে এখনই আইনের আওতায় আনা উচিত। সেই হত্যাকাণ্ডের ঘটনা মনে পড়লে আজও গাঁ শিউরে ওঠে।

সেই বর্বরোচিত হত্যাকান্ডের ঘটনাগুলো জাতির সামনে তুলে ধরতেগিয়ে সত্য প্রচারকারী দেশের বেশ কয়েকটি টিভি চ্যানেল সেই রাতে মুহূর্তের মধ্যে বন্ধ করে সবকিছু গুড়িয়ে দেয় আইন-শৃঙ্খলা বাহিনী। সত্য কিছু প্রচার করলেই কথায় কথায় টিভি চ্যানেলগুলোর লাইসেন্স বন্ধ করার হুমকিও দিত তৎকালীন সরকার। এরকম হুমকি আর হুঁশিয়ারিতে ভাবিয়ে তুলেছিল গণমাধ্যম কর্মীদের। এখন স্বাধীন সময়ে এসেও একটি চক্র গণমাধ্যম কর্মী ও মিডিয়া হাউজগুলোর ওপরে অতর্কিত হামলা চালাচ্ছে। স্বাধীন গণমাধ্যমকে আবারো গলা টিপে ধরার চেষ্টা করছে। এখনই এদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় আনলে আগামীতে মুক্ত মত প্রকাশের স্বাধীনতা বজায় থাকবে।

লেখকঃ সাংবাদিক প্রান্ত পারভেজ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here