সেলিম ওসমানের জনসভায় গিয়ে জাতীয় পার্টির নেতা আইয়ব আলীর মৃত্য

0
122

রাকিবুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ ২৪ ডিসেম্বর রবিবার বন্দর উপজেলা   চৌড়াপাড়া এলাকায় সেলিম ওসমানের নির্বাচনী জনসভায় যোগ দেওয়ার পথে মৃত্যর কোলে ঢলে পরেন বক্তারকান্দী জাতীয় পার্টির ২৪ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক  আইয়ুব আলী । তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন  সেলিম ওসমান এবং তার আত্মার  মাগফেরাত কামনার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন, এই বলে তার নির্বাচনী জনসভা সংক্ষিপ্ত করেন।

আয়ুব আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যাুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর তার দুই মেয়ে স্ত্রীর সহ অসংখ্য গুণীজন রেখে গেছেন খোঁজ নিয়ে জানা যায় মৃত আইয়ব আলী  বক্তারকান্দি এলাকায় মৃত আলী হোসেন মিস্ত্রির ছেলে  এবং সে নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক বলে জানাগেছে।

খবর পেয়ে তার বাসায়  ছুটে যান। নারায়ণগঞ্জ জেলার জাতীয় পার্টির সভাপতি সানাউল্লা শানু ও ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন তার পরিবার সদস্যের সাথে  কথা বলেন এবং শোক সমবেদনা জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here