আমার টাকার আমার সেতু, বাংলাদেশের পদ্মা সেতু।। “স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা”
হবিগঞ্জ প্রতিনিধিঃ ২৫ শে শনিবার স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে হবিগঞ্জ জেলায় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরই অংশ হিসেবে বিকেল ০৩:০০ ঘটিকায় জেলা পুলিশের উদ্যোগে হবিগঞ্জ সদর থানা প্রাঙ্গন হতে একটি জমকালো আনন্দ শোভাযাত্রা বের করা হয়। অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি’র নেতৃত্বে শোভাযাত্রাটি সদর থানা হতে শহর প্রদক্ষিণ করে সদর হাসপাতালের সামনের ট্রাফিক মোড়ে এসে শেষ হয়। উক্ত অনুষ্ঠানে
পুলিশ সুপার এ সময় বেলুন উড়িয়ে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রুপ নেওয়ার আনন্দ প্রকাশ করেন।
তিনি বলেন ‘অনেক বাধা-বিপত্তি উপেক্ষা করে আর ষড়যন্ত্রের জাল ছিন্ন করে প্রমত্তা পদ্মার বুকে আজ বহু- কাঙ্ক্ষিত সেতু দাঁড়িয়ে আছে। এই সেতু শুধু ইট-সিমেন্ট-স্টিল-লোহার কংক্রিটের একটি অবকাঠামো নয় এ সেতু আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের সক্ষমতা আর মর্যাদার প্রতীক। এর সঙ্গে জড়িয়ে আছে আমাদের আবেগ, আমাদের সৃজনশীলতা, আমাদের সাহসিকতা, সহনশীলতা আর জেদ।’
তাছাড়াও তিনি সকলকে এদেশের অপশক্তির বিরুদ্ধে সচেতন থাকার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন জনাব এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, সাধারন সম্পাদক, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগ, জনাব ইলিয়াছ বক্স চৌধুরী, অধ্যক্ষ, বৃন্দাবন সরকারী কলেজ, হবিগঞ্জ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) জনাব পলাশ রঞ্জনে দে, জনাব শহিদ উদ্দিন চৌধুরী, সভাপতি, জেলা কমিউনিটি পুলিশিং, হবিগঞ্জ জেলা, জনাব মোঃ মোদারিছ আলী টেনু, সভাপতি, পৌরসভা কমিউনিটি পুলিশিং, হবিগঞ্জ, জনাব রাসেল চৌধুরী, সভাপতি, প্রেসক্লাব, হবিগঞ্জ, সম্মানিত বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যগণ ও অত্র জেলার জনসাধারণ উপস্থিত ছিলেন।