ধন্যবাদ তোমায় মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
কতকাল ধরে স্বপ্ন দেখেছি
উড়াল দিবো পদ্মার উপর
দেখবো উড়ে উত্তাল ঢেউ
পদ্মা নদীর বুকে জাগ্রত সেতু।
কত শত শত যে স্বপ্ন বুনেছি
পদ্মায় উড়বো পাখির মতোন
অবশেষে সে স্বপ্ন হয়েছে পূর্ণ
পদ্মা সেতুর বিরল উদ্বোধনে।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী
বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা
আশার আলো দেখছে আজ
খুলে দিয়ে সব বদ্ধ জানালা
উন্নয়নের ছোঁয়া পেল এবার
অনুন্নত দক্ষিণ বাংলার সীমানা।
স্বপ্নের দীর্ঘতম এ সেতু পেড়িয়ে
কতকাল এসেছে শত সহস্র
বাবুই,চড়াই -উৎড়াই নিজ
দেশের সেতু নিয়ে তাই
করতেই পারি মহা বড়াই।
ধন্যবাদ তোমায় মাননীয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
আজ স্বপ্ন যেন সত্যিই হলো
ধরা দিলো আজ হাতে এসে
তাই বাস্তবেই আজ উড়াল
দিবো পদ্মার বুকে হেসে হেসে।