চুনারুঘাট প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত মঙ্গলবার ( ২ নভেম্বর) সকালে পুলিশ এ লাশ উদ্ধার করেছে।নিহত মমতা বেগম (২৯) উপজেলার ৯নং রাণীগাঁও ইউপির করাঙ্গী রাবার ড্রাম (গাং পাড়) এলাকার ওমান প্রবাসী আইয়ুব আলীর স্ত্রী। পুলিশ জানিয়েছে, ভোররাতে মমতা বেগম নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মমতা বেগম কী কারণে আত্মহত্যা করেছে পুলিশের তদন্ত চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আশরাফ। তিনি বলেন, পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরি করে মমতা বেগমের লাশ উদ্ধার করে দুপুরের দিকে হবিগঞ্জ আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। মর্গের রিপোর্ট এলেই বিষয়টি উদঘাটন হবে।