এম এ কাদেরঃ হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নগদ অর্থসহ ১২জন জুয়াড়ী’কে আটক করেছে থানা পুলিশ।
অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়ের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনাকালে ২৫শে মার্চ রাত অনুঃ ০১.৩০ ঘটিকা সময় চুনারুঘাট থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে চুনারুঘাট থানাধীন ০১নং গাজীপুর ইউ/পির অন্তর্গত বনগাঁও সাকিনস্থ জনৈক জিতু মিয়ার বসত ঘরে ১) মোঃ শাহিদ মিয়া (২৮), পিতা- রমিজ উল্লা ২) রায়হান (২০), পিতা- রজব আলী ৩) সিদ্দিক মিয়া(৪৫), পিতা- সৈয়দ আলী, ৪) রাজু মিয়া(২৫), পিতা- তৈয়ব আলী, ৫) কাউছার মিয়া(২৭), পিতা- আঃ হাশেম, ৬) আছকির মিয়া(৪০), পিতা- ছাবর আলী, ৭) জিতু মিয়া(৬৫), পিতা- মৃত ইয়াকুব আলী, ৮) আঃ আহাদ(৫০), পিতা- মৃত জহুর আলী, ৯) শিশু মিয়া(২৭), পিতা- আঃ রশিদ, ১০) হেলিম(৩৮), পিতা- আঃ রাজ্জাক, ১১) আঃ ছালাম(৪২), পিতা-আঃ হেকিম, ১২) আঃ মোতালিব(৪৫), পিতা- মৃত খোরশেদ মিয়া দেরকে একটি কক্ষে একত্রিত হয়ে জুয়া খেলারত অবস্থায় আটক করা হয়। জুয়া খেলায় ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ও নগদ ৪,৬৩৫/- টাকা উদ্ধার করা হয়।