আকিকুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে দীর্ঘ ১১বছর পর ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়।উক্ত কাউন্সিলে বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়নে মোঃ ইমান উদ্দিন মিয়াকে সভাপতি, কৃষ্ণ দেব ও নুরুল হক মিয়াকে সহ সভাপতি এবং মোশাহেদ মিয়া সাহেদকে সাধারণ সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম খানকে ঘোষনা করা হয়।(১৬ জুন) বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ আওয়ামিলীগ বানিয়াচং ১নং উত্তর-পূর্ব ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার।সম্মেলনের উদ্ভোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আমির হোসেন মাষ্টার।উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আঙ্গুর মিয়া,জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি,জেলা কৃষক লীগের সভাপতি হুমায়ুন কবির,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর মিয়া,উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদ হোসেন খান মামুন,সাধারণ সম্পাদক ছাইম হাসান পুলক সহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।