হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

0
352

আকিকুর রহমান রুমন, বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
গৃহপালিত গরু,মহিষ,ছাগল, ভেড়া,হাস,মোরগ, কবুতর,বিড়াল ও বিভিন্ন ধরনের দেশি ও উন্নত জাতের গৃহপালিত প্রাণি প্রদর্শন করা হয়।
১৬ ফেব্রুয়ারি বুধবার দিনব্যাপী উপজেলা পরিষদ মাঠে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এবং
মেলায় ৩১ টি ষ্টল প্রদর্শিত হয়েছে।
এ সময় বিভিন্ন খামারিদের কে পুরস্কার প্রদান করা হয়েছে।
মেলার উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে ও উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা মোঃসাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রদর্শনীতে প্রাণিসম্পদ প্রদর্শনীর লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে আয়োজকেরা জানান,প্রাণিসম্পদ উৎপাদন বৃদ্ধি করা,দুগ্ধজাত পণ্যের বাজার সৃষ্টি করা,ক্ষুদ্র খামারী ও উদ্যোক্তাদের প্রতিকূল পরিবেশ মোকাবেলায় সক্ষমতা সৃষ্টি, বিজ্ঞানভিত্তিক লালন-পালনের কৌশল অবহিত করা ইত্যাদি।
প্রদর্শনী শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার,ফারুক আমীন,হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতি রাসেল চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা এনামূল হক,দুগ্ধখামার সভাপতি মোশাররফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বানিয়াচং প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়া ও স্হানীয় সংবাদকর্মী উপস্থিত ছিলেন।
এছাড়াও যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী,মাধ্যমিক সহকারী শিক্ষা কর্মকর্তা কাওসার শোকরানা,পল্লী সঞ্চয় কর্মকর্তা সুদীপ কুমার দে,প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here