বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নের চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য (মেম্বার) ও সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে প্রার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ দিয়েছে নির্বাচন কমিশন। দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা পর্যায় ক্রমে প্রতীক বরাদ্দ দেন।
আগামী ২৬শে ডিসেম্বর উপজেলার ভোট গ্রহন করা হবে । নৌকা প্রতীক প্রাপ্ত প্রার্থীরা হলেন, উত্তর-পূর্ব ইউনিয়নে মিজানুর রহমান খান, উত্তর-পশ্চিম ইউনিয়নে মোঃ হায়দারুজ্জামান খান, দক্ষিন-পূর্ব ইউনিয়নে মোঃ আরফান উদ্দিন, দৌলতপুর ইউনিয়নে মোঃ লুৎফুর রহমান, কাগাপাশা ইউনিয়নে মোঃ আব্দুল মজিদ, বড়ইউড়ি ইউনিয়নে ফরিদ আহমেদ, খাগাউড়া ইউনিয়নে শাহ শওকত আরেফীন, পুকড়া ইউনিয়নে হাফেজ মোঃ শামরুল ইসলাম, সুবিদপুর ইউনিয়নে জয় কুমার দাশ, মক্রমপুর ইউনিয়নে আহাদ মিয়া, সুজাতপুর ইউনিয়নে মোঃ আব্দুল কুদ্দুছ, মন্দরী ইউনিয়নে শেখ শামছুল হক, মুরাদপুর ইউনিয়নে শেখ মিজানুর রহমান, পৈলারকান্দি ইউনিয়নে মোঃ ফজলুর রহমান খান। বিষয়টি নিশ্চিত করেছেন বানিয়াচং উপজেলাা নির্বাচন কর্মকর্তা আরমান ভূইয়া।