হবিগঞ্জের বাহুবলে চুরি হওয়া ট্রাক উদ্ধার ।। মূল হোতা এনাম গ্রেফতার

0
357

সব ধরনের চুরাইকৃত গাড়ির যন্ত্রাংশ খুলে বিক্রি হয় ওয়ার্কসপে !

আকিকুর রহমান রুমন, বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলা থেকে গাড়ি ছিনতাই চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে এনাম মিয়া(৩৫)নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।তার বাড়ি বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামে। তাকে ২ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর রাতে সাটিয়াজুরী এলাকা থেকে গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,আটক এনাম আন্তঃজেলা গাড়ি ছিনতাই সহ বিভিন্ন অপরাধে জড়িত।তার নেতৃত্বে এলাকায় একটি সংঘবদ্ধ চক্র গাড়ি ছিনতাই সহ চুরি-ডাকাতি করে বেড়াচ্ছে।এমনকি শায়েস্তাগঞ্জের আলোচিত গাড়ি চোর তালেব ওরফে ল্যাংরা তালেব, নোয়াগাও গ্রামের জামাল,চুনারুঘাটের গবরখলা গ্রামের বাবুল ডাকাত সহ চিহ্নিত অপরাধীদের সাথে গভীর সখ্যতা রয়েছে এনামের। ওই চক্রের সদস্যরা দেশের বিভিন্ন স্থান থেকে সিএনজি অটোরিকশা ছাড়াও ট্রাক,পিকআপ, মাইক্রো চুরি করে বাহুবল-চুনারুঘাট উপজেলার মধ্যবর্তি এলাকায় এনে গাড়ির যন্ত্রাংশ,টায়ার খুলে বিভিন্ন ওয়ার্কশপে বিক্রি করে দেয়। আর গত দুইদিন আগে এ ধরনের একটি ট্রাক সাটিয়াজুরীতে এনে বডিসহ যন্ত্রাংশ খোলার সময় গোপন সূত্রে খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই হাসানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে এনামকে গ্রেফতার করে। এসময় (ঢাকামেট্রো-১৪-০৪৯৩) বডি খোলা একটি ট্রাকও জব্দ করা হয়। ওই ট্টাকটি এখনও সাটিয়াজুরী বাজারের পাশে রয়েছে। এ ব্যাপারে বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, আটক এনামকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরদিকে সাটিয়াজুরীর অনতিদূরে কাজিরখিল রাঘের বাজারে আরেকটি টাটা কোম্পানির ট্রাক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে চুনারুঘাট থানায় নিয়ে যাওয়া হয়েছে। ওই ট্রাকের সম্মুখ অংশ ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। টাটা কোম্পানির পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here