শ্রীবাস সরকার, স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমান গাঁজা ও ভারতীয় মদসহ আনোয়ার আলী (৩৫) নামে এক সিএনজি অটোরিক্সা চালককে আটক করেছে পুলিশ।
মনতলা তদন্ত কেন্দ্রর এএসআই নাজিম উদ্দীন জানান, গোপন সংবাদে খবর পেয়ে সোমবার (১৩ অক্টোবর) সন্ধা সাড়ে ৭ টার দিকে এক দল পুলিশ নিয়ে বহরা ইউপির মনতলা তেমুনিয়া থেকে আনোয়ার আলীকে ৪ কেজি ভারতীয় গাঁজা ও ১৬ বোতল মদ সহ গ্রেফতার করেন এবং মাদক বহনকারী সিএনজিও জব্দ করেন।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।