মোঃ জসিম উদ্দিন, স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের মাধবপুরে পৃথক পৃথল দু’টি মোটরসাইকেল দূর্ঘটনায় বানিয়াচংয়ের রাজীবসহ ৪জনের মৃত্যু হয়েছে। এই দূর্ঘটনা গুলো ঘটে ঢাকা সিলেটের পুরাতন মহাসড়কে।পুলিশ সূত্রে জানায়ায়,রোববার দুপুর ১টার দিকে মহাসড়কের সুরমা চা-বাগানের টিন বাংলো এলাকায় মোটর সাইকেল রাস্তায় দাড় করিয়ে সেলফি তুলার সময় বিপরীত দিক থেকে আসা অন্য আরেকটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোজাম্মেল হক (২১)ও অজয় রায় (২০)মারা যায়। এবং এই ঘটনায় জয়দেব(২১)নামের আহত একজনকে মাধবপুর স্বাস্হ্য কমপ্লেক্স এবং অনিক বিস্বাস(১৮)নামের অন্য এক আহতকে গুরতর অবস্হায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অপর দিকে বিকাল সাড়ে ৪টার দিকে মাধবপুর উপজেলার পুরাতন মহাসড়কের গোয়াস নগর নামক স্হানে একটি মোটর সাইকেল দুর্ঘটনায় ইশতেহার আহম্মেদ রাজিব(৩০)ও তারেক মিয়া(২৭)নামের দু’জন নিহত হয়েছেন। এই ঘটনায় আলী ইউনুস(৫৫)নামের একজন আহত হয়েছেন। গুরতর আহত ইউনুস মিয়াকে আশংকাজনক অবস্হায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এব্যাপারে মাধবপুর তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোন্তফা এই দূর্ঘটনায় মৃত্যুর বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।