হবিগঞ্জের লস্করপুরে ট্রেনের ধাক্কায় ৩ বছরের শিশুর মৃত্যু

0
301

মোঃ জসিম উদ্দিন,স্টাফ রিপোর্টারঃ ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের লস্করপুর এলাকায় ট্রেনের ধাক্কায় মিনহাজ মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মিনহাজ মিয়া লস্করপুর এলাকার মুরাদ মিয়ার ছেলে। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে লস্করপুর রেল ক্রসিং এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের পিতা মুরাদ মিয়া জানান, আমাদের বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে মিনহাজের নানা মাছ ধরছিল। এসময় সে রেল লাইনের পার্শ্বে খেলা করছিল। খেলার এক পর্যায়ে ঢাকা থেকে সিলেটগামী একটি ট্রেন মিনহাজকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিঠুন রায় জানান, ট্রেনের ধাক্কায় ওই শিশুটি গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নিয়ে আসার পুর্বেই সে মারা যায়। হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মো. মাসুক আলী জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here