হবিগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

0
260

আকিকুর রহমান রুমন, বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জের বানিয়াচংয়ে আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ডিসেম্বর শনিবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে “শতবর্ষে জাতির পিতা সুবর্ণে স্বাধীনতা, অভিবাসনে আনবো মর্যাদা ও নৈতিকতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। আলোচনা সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মী,শিক্ষা অফিসার সরকার শফিকুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মোশাহেদ মিয়াসহ স্হানীয় সংবাদকর্মী ও শিক্ষক সাইফুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা বলেন অদক্ষতার কারণে বহু শ্রমিক বিদেশের মাটিতে দুর্ভোগের শিকার হয়ে থাকে। তাই স্বাবলম্বী হতে বিদেশ যাওয়ার আগে অবশ্যই কাজের দক্ষতা অর্জন করতে হবে। পাশাপাশি দেশে অবস্থানরত অভিবাসীদেরকে সবাই সম্মান ও শ্রদ্ধা করার আহবান জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here