হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মাধবপুর হাইওয়ে রোডের অলিপুরের বাহারনগর এলাকায় আল-মোবারাকা বাস ও নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। সোমবার ১৮ জুলাই বেলা ২ টায় অলিপুর বাহার নগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।