হবিগঞ্জে আল-মোবারাকা ও নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত-৪, আহত-২৫

0
121

হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মাধবপুর হাইওয়ে রোডের অলিপুরের বাহারনগর এলাকায় আল-মোবারাকা বাস ও নোহা গাড়ির মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। সোমবার ১৮ জুলাই বেলা ২ টায় অলিপুর বাহার নগর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, ঢাকাগামী যাত্রীবাহী বাস ও সিলেটগামী মাইক্রো নোহার সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে নারীসহ ৪ যাত্রী নিহত হন। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি এবং ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।

বিষয়টি নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালেহ আহমেদ। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here