হবিগঞ্জে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

0
49

এফআইআর টিভি অনলাইন ডেস্কঃ হবিগঞ্জে জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশ গ্রহণে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২ সেপ্টেম্বর সোমবার সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠানের আয়োজন করেন।

অত্র জেলা পুলিশের সুযোগ্য অভিভাবক মান্যবর পুলিশ সুপার জনাব মোঃ রেজাউল হক খান মহোদয়ের সভাপতিত্বে ও জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ এর সঞ্চালনায় উক্ত কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

কল্যান সভায় নিহত শহীদ পুলিশ সদস্য এবং অন্যান্য শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন ও দোয়া করা হয় এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়।

কল্যাণ সভায় পুলিশ সুপার মহোদয় অত্র জেলায় কর্মরত সকল অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ ও তাদের বিভিন্ন সুবিধা, অসুবিধার কথা শুনেন। এ সময় পুলিশ সুপার মহোদয় বলেন, জেলা পুলিশের প্রতিটি সদস্যকে জনসাধারণের পাশে থেকে সর্বোচ্চ সেবা প্রদানের মাধ্যমে সর্বস্তরের মানুষের মনে জায়গা করে নিতে হবে। এজন্য পুলিশের সকল সদস্যকে নিষ্ঠা ও সততার সহিত কাজ করার নির্দেশ দেন।

উক্ত বিশেষ কল্যাণ সভায় আরো উপস্থিত ছিলেন জনাব আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, হবিগঞ্জ, জনাব আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), হবিগঞ্জ, জনাব নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জ, জেলার সকল অফিসার ইনচার্জগণসহ হবিগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসার ও ফোর্সগণ।

নিহত শহীদ পুলিশ সদস্য এবং অন্যান্য শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন। 
নিহত শহীদ পুলিশ সদস্য এবং অন্যান্য শহীদ সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নিরবতা পালন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here