হবিগঞ্জে দুইদিনব্যাপী শিশু ও নারী উন্নয়ন বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ সম্পন্ন সনদপএ বিতরন

0
363
হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার সাংবাদিকদের জন্য শিশু ও নারী বিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ প্রদান করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)। গত শনিবার ও রবিবার (৩০ ও ৩১ অক্টোবর) দিনব্যাপী হবিগঞ্জ প্রেসক্লাবে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
আজ রবিবার বেলা সারে ৪ টায় প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদ প্রদান করেন প্রধানঅতিথি হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি চৌধুরী মো. ফরিয়াদ। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক চৌধুরী মাসুদ আলী ফরহাদ। বক্তব্য রাখেন প্রশিক্ষণের সমন্বয়কারী পিআইবি’র পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আফরাজুর রহমান। এছাড়াও অংশগ্রহণকারী কয়েকজন সাংবাদিক তাদের অনুভূতি ব্যক্ত করেন।
এর আগে শনিবার সকাল ১০ টায় উক্ত প্রশিক্ষণের উদ্বোধন করেন পিআইবি’র মহাপরিচালক একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক কবি জাফর ওয়াজেদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here