হবিগঞ্জে নির্বাচনী প্রতীক নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় অর্ধশতাধিক আহত

0
244
বানিয়াচং ( হবিগঞ্জ ) প্রতিনিধিঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে (হবিগঞ্জ জেলার) বানিয়াচং উপজেলা থেকে প্রতীক নিয়ে আসার পথে সড়ক দূর্ঘটনায় মন্দরী ইউনিয়নের মেম্বার প্রার্থীসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

 মঙ্গলবার ৭ই ডিসেম্বর বিকেলে হবিগঞ্জের বানিয়াচং সড়কের শুটকি ব্রিজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় এংরাজ মিয়া, স্বাধীন মিয়া, আব্দুল জলিল, নুরুল আমিন, আছকির মিয়া, জহুর আলী, চাঁন মিয়া, রুহুল আমিন, বজলু মিয়া ও মেম্বার প্রার্থী আহম্মদ আলীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া রায়হান মিয়া, খিজির মিয়া ও শাবান মিয়াসহ ৫ জনকে আশংকাজনক অবস্থহায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

জানা যায়, ওই ইউপির ৬নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী আহাম্মদ আলী মোরগ প্রতীক পেয়ে আনন্দ সহকারে বাসযোগে সমর্থকদের নিয়ে টুপিয়াজুড়ি গ্রামের বাড়ি ফিরছিলেন। পথে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পানিতে পড়ে গেলে উল্লেখিতরা আহত হয়। তাদের সাথে অন্য মেম্বার প্রার্থী সামছু মিয়া টিউবওয়েল প্রতীক নিয়ে আসছিলেন। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here