হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের নূরানী মসজিদ বাজারে একটি দুই তলা ভবন, দুইটি শেড ও একটি ভিট নির্মাণ করা হয়েছে। জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি’র প্রচেষ্টায় এ উন্নয়ন সম্পন্ন হয়েছে। ৮৫ লাখ টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এল.জি.ই.ডি)। গত মঙ্গলবার (২ নভেম্বর) বিকালে এমপি আবু জাহির আনুষ্ঠানিকভাবে উন্নয়ন কাজের উদ্বোধনী ফলক উন্মোচন করেন। পরে তিনি এক সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন। বাজার কমিটির সভাপতি শফিকুর রহমান তোফায়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হোসাইন মোঃ আক্তারের পরিচালনায়, সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম ও জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ হাবিবুর রহমান খান।এতে আরও বক্তব্য রাখেন, বাজার কমিটির সদস্য তৈয়ব আলী, মকসুদ মিয়া, ছালেক মিয়া, আব্দুল মতিন, মোঃ জহুর আলী, সেলিম আহমেদ, আব্দুল কাইয়ুম প্রমূখ।
প্রকল্পে বাজারের দুই তলা ভবনে কমিটির কার্যালয়সহ ৫টি দোকান, দুইটি সব্জির শেড ও বাজারের জন্য আরও একটি ভিট রয়েছে।