হবিগঞ্জ সদর উপজেলার শরীফাবাদ গ্রামে পিতার গাড়ির নিচে চাপা পড়ে প্রাণ গেছে ১৪ মাস বয়সী শিশু পুত্র ওমর ফারুকের। গতকাল মঙ্গলবার সকালে এ দূর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক ওই গ্রামের মোঃ আলমগীর মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির উঠনে মাইক্রোবাস ঘোরাচ্ছিলেন আলমগীর মিয়া নামে ওই পিতা। এসময় অসাবধানতার কারনে গাড়ির পেছনে শিশু ওমর ফারুক এলে গাড়িচাপায় গুরুতর আহত হয়। তাৎক্ষণিক তাকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর খবর পাওয়ার পরপরই কান্নায় ভেঙ্গে পড়েন তারা স্বজনরা। এসময় স্বজনদের কান্নায় ভারি হয়ে উঠে ওই এলাকার আকাশ বাতাস। পরে ওই নিশুর নিহত দেহ নিয়ে যাওয়া হয় তাদের গ্রামের বাড়িতে। সেখানে তাকে শেষ বারের মত দেখতে ভীড় জমায় পরিবারের সদস্যসহ এলাকাবসীরা ।