হবিগঞ্জে পুনাকের মতবিনিময়, মধ্যাহ্ন ভোজ ও হুইল চেয়ার বিতরণ

0
198

এম এ কাদেরঃ হবিগঞ্জে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), হবিগঞ্জ এর উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিল শেডে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকার বিষয়ে মতবিনিময়, মধ্যাহ্ন ভোজ ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

৭ই সেপ্টেম্বর বৃহস্পতিবার পুনাকের আয়োজনে উক্ত অনুষ্ঠানে হবিগঞ্জ পুনাক সভানেত্রী ও পুলিশ সুপার, হবিগঞ্জ এর সহধর্মিণী মিসেস তাহেরা রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় ডিআইজি, সিলেট রেঞ্জ, সিলেট মহোদয়ের সহধর্মিণী জনাব রোকেয়া খাতুন, উপদেষ্টা, পুনাক, হবিগঞ্জ।

এ সময় প্রধান অতিথি মহোদয় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকার বিষয়ে আলোচনা করেন।

আলোচনা শেষে আগত বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে মধ্যাহ্ন ভোজ ও হুইল চেয়ার বিতরণ করেন। এ সময় বাংলাদেশ পুনাক সভানেত্রী পুলিশ লাইন্স প্রাঙ্গনে বৃক্ষরোপন অভিযানে অংশগ্রহণ করেন।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অধিকার বিষয়ে মতবিনিময়, মধ্যাহ্ন ভোজ ও হুইল চেয়ার বিতরণ শেষে বাংলাদেশ পুনাক সভানেত্রী হবিগঞ্জ পুনাকের বিপনী বিতান পরিদর্শন করেন।

এছাড়া অনুষ্ঠানে হবিগঞ্জ পুনাকের অন্যান্য নেত্রীবৃন্দসহ বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিবাবকগণ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here