এম এ কাদেরঃ হবিগঞ্জে নবাগত পদোন্নতি হওয়ায় সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) জনাব মহসীন আল মুরাদ’কে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দিয়ে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দিয়েছেন হবিগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার।
২০শে অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় হবিগঞ্জের পুলিশ সুপার অফিস কক্ষে অত্র জেলার সুযোগ্য পুলিশ সুপার এস এম মুরাদ আলি ফুলেল শুভেচ্ছা জানিয়ে র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। এ সময় মহসীন আল মুরাদ, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) এর সহধর্মিণী উপস্থিত ছিলেন। এছাড়া আরোও উপস্থিত ছিলেন শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) হবিগঞ্জ, মাহফুজা আক্তার শিমুল (অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হবিগঞ্জ, মাহমুদুল হাসান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) হবিগঞ্জ ও আবুল খয়ের, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল), হবিগঞ্জ প্রমূক।