হবিগঞ্জ জেলায় ইউ’পি নির্বাচনে জামানত হারালেন ২৬ চেয়ারম্যান প্রার্থী

0
324
বিশেষ প্রতিনিধিঃ হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ১৪টি ইউনিয়নে ২৬ ডিসেম্বর ইউ’পি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে চেয়ারম্যান পদে জামানত হারিয়েছেন ২৬ প্রার্থী। তারা হলেন, উত্তর-পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান (আনারস), তার প্রাপ্ত ভোট ১০২৩, শরীফ উদ্দিন (চশমা), তার প্রাপ্ত ভোট ১৭৭, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী বিলাল মিয়া (হাতপাখা), তার প্রাপ্ত ভোট ২৭৯ ও স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম (মোটরসাইকেল), তার প্রাপ্ত ভোট ১৪২৮। মক্রমপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী তাহির মিয়া (মোটর সাইকেল), তার প্রাপ্ত ভোট ৮৯১ ও আল-আমিন, তার প্রাপ্ত ভোট ৭৮। পৈলারকান্দি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন (চশমা), তার প্রাপ্ত ভোট ৫৫৬, ছিবু মিয়া (মোটর সাইকেল), তার প্রাপ্ত ভোট ২৩০ ও আনিছুর রহমান (ঘোড়া), তার প্রাপ্ত ভোট ১১৮৭। মুরাদপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হোসাইন আহমেদ (ঘোড়া), তার প্রাপ্ত ভোট ৪৮, সাইফুর রহমান (টেলিফোন), তার প্রাপ্ত ভোট ৯১ ও নুরুল আমিন (চশমা), তার প্রাপ্ত ভোট ৭৪৬। মন্দরী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হাকিম (ঘোড়া), তার প্রাপ্ত ভোট ৪৩ ও নুর মিয়া (আনারস), তার প্রাপ্ত ভোট ৬৯। দৌলতপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান (ঘোড়া), তার প্রাপ্ত ভোট ১৪৫২। খাগাউড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান (ঘোড়া), তার প্রাপ্ত ভোট ৫৮৯। দক্ষিণ-পূর্ব ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম (মোটর সাইকেল), তার প্রাপ্ত ভোট ১৪৩৯। বড়ইউড়ি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল মুকিত (আনারস), তার প্রাপ্ত ভোট ৮৫, ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী নুরুল হক (হাতপাখা), তার প্রাপ্ত ভোট ১৬৯ ও এনামুল হক (মোটরসাইকেল), তার প্রাপ্ত ভোট ১৪৫। কাগাপাশা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জামাল উদ্দিন (ঘোড়া), তার প্রাপ্ত ভোট ৪৬৬। সুজাতপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বাছির মিয়া (চশমা), তার প্রাপ্ত ভোট ৯৬২, এনাম খান (আনারস), তার প্রাপ্ত ভোট ৭৪৪, ফরিদুর রহমান (অটোরিক্সা), তার প্রাপ্ত ভোট ৪৬২ ও হেলাল মিয়া (টেবিল ফ্যান), তার প্রাপ্ত ভোট ১৯০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here