“হবিগঞ্জ জেলায় মন্ত্রীপরিষদ সচিব আগমন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা”

0
211

এম এ কাদেরঃ ২৮শে মে শনিবার (আজ) হবিগঞ্জ জেলায় অনুষ্ঠিত হবে Workshop on Implementation of National Social Security Strategy (NSSS)-এ অংশ গ্রহণের উদ্দেশ্যে মাননীয় মন্ত্রীপরিষদ সচিব জনাব খন্দকার আনোয়ারুল ইসলাম কে  ২৭শে মে শুক্রবার অত্র জেলায় আগমন করলে সচিব’কে ফুলেল শুভেচ্ছা জানান সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার জনাব ড. মুহাম্মদ মোশারফ হোসেন, সিলেট রেঞ্জের মান্যবর ডিআইজি জনাব মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম, জনাব ইশরাত জাহান, জেলা প্রশাসক, হবিগঞ্জ ও অত্র জেলার পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি । এ সময় মাননীয় মন্ত্রীপরিষদ সচিব এর সহ-ধর্মিনীকেও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

তাছাড়াও এ সময় উপস্থিত ছিলেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মহুয়া শারমিন ফাতেমা, সহকারী পুলিশ সুপার (বাহুবল সার্কেল) জনাব আবুল খয়ের, জনাব বায়েজিদ বিন মনসুর, স্টাফ অফিসার টু ডিআইজি, সিলেট রেঞ্জ, সিলেট ও অফিসার ইনচার্জ জনাব রাকিবুল ইসলাম খান প্রমূখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here