হবিগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত

0
160

এফআইআর টিভি অনলাইন ডেস্কঃ রক্তঝরা, অশ্রুভেজা ১৫ই আগস্ট-২০২২, জাতীয় শোক দিবস। বাঙালি জাতির শোকের দিন। এই দিনটিকে সারা বাংলাদেশের ন্যায় হবিগঞ্জ জেলায়ও যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।

গত ১৪ই আগস্ট হবিগঞ্জ জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), হবিগঞ্জ এর উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিল শেডে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকন, রচনা ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৫ই আগস্ট বিকাল ০৩:০০ ঘটিকায় পুলিশ লাইন্স ড্রিল শেডে উক্ত চিত্রাংকন, রচনা ও বক্তৃতা প্রতিযোগিতায় ০৩টি ক্যাটাগরি (৩য়-৫ম, ৬ষ্ঠ-৮ম ও ৯ম-১০ম শ্রেনী)-তে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শৈলেন চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন), হবিগঞ্জ এর সঞ্চালনায় উক্ত পুরস্কার বিতরণী ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি ।

এ সময় পুলিশ সুপার মহোদয় বিজয়ীদের মাঝে ভবিষ্যৎ উৎসাহ ও উদ্দীপনার লক্ষ্যে পুরস্কার তুলে দেন।

পরে সন্ধ্যা ০৭:৩০ ঘটিকার সময় পুলিশ লাইন্সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জীবনী নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ, জনাব মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, জনাব পলাশ রঞ্জন দে, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল), হবিগঞ্জ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সম্মানিত নেত্রীবৃন্দ,  রাসেল শাহ জয়নাল আবেদিন রাসেল, সাধারন সম্পাদক, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, বিভিন্ন স্কুলের সম্মানিত শিক্ষক/শিক্ষিকাগণ ও প্রিয় বিজয়ী ছাত্র/ছাত্রীবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সদস্যগণ এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যগণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here