হবিগঞ্জ সদর থানার পুলিশ কর্তৃক আন্তজেলা দলের পাঁচ চোর চক্রের সদস্য গ্রেফতার

0
201

এম এ কাদেরঃ হবিগঞ্জ জেলার সুযোগ্য মাননীয় পুলিশ সুপার, জনাব এস এম মুরাদ আলি’র নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুলের তদারকি ও অফিসার ইনচার্জ জনাব,গোলাম মর্তুজা , পুলিশ পরিদর্শক (তদন্ত) দৌস মুহাম্মদ ও পুলিশ পরিদর্শক (অপারেশন) মুহাম্মদ নাজমুল হক কামালের তত্তাবধানে এস আই মোঃ মমিনুল ইসলাম পিপিএম সঙ্গীয় ফোর্সসহ ও দক্ষিন সুরমা (এস.এম.পি) ও ওসমানীনগর থানা, সিলেট পুলিশের সহায়তায় গত ১১-০৫-২০২২ ইং তারিখ বিকাল-১৭.৩০ ঘটিকা হইতে ২১.১০ ঘটিকা পর্যন্ত সময়ে অভিযান পরিচালনা করিয়া হবিগঞ্জ সদর মডেল থানার মামলা নং-১৭(০৪)২২ এর তদন্তপ্রাপ্ত আসামী ১/ মোঃ সাইফুল ইসলাম(২৮) , পিতা-সুফিয়ান আালী, সাং-নিজ সিলাম, থানা-মোগলাবাজার, ২/উজ্জল আহমেদ(২২), পিতা- আঃ হান্নান, সাং- ফুলদি ০৩/ আরিফুজ্জামান(১৯), পিতা-মৃত- ফজলু মিয়া, সাং- তেথলীলামাপাড়া উভয়থানা- দক্ষিণ সুরমা ০৪/ মোঃ জাবেদ মিয়া(৩০), পিতা- আঃ বারেক ০৫/ মোঃ মিজান মিয়া(২৫) পিতা- আতর আলী উভয়সাং- পশ্চিম সিরাজনগর, থানা-ওসমানীনগর, জেলা-সিলেট দেরকে গ্রেফতার করে।

আসামী, উজ্জল আহমেদ, আরিফুজ্জামান, মিজান মিয়া গন সকল আসামী ঘটনার সহিত জড়িত মর্মে স্বেচ্ছায় দোষ স্বীকারোক্তি মূলক জবানবন্দী ফোঃকাঃবিঃ আইনের ১৬৪ ধরার বিজ্ঞ আদালতে প্রদান করিয়াছেন। আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here