মোঃ আব্দুল হান্নান, নাসির নগর থেকেঃ চাদপুরের হাজিগঞ্জে বেড়াতে গিয়ে রাস্তা পাড়াপারের সময় পিকআপ ভ্যানের চাপা পরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের বাবা ছেলের।
ঘটনাটি ঘটেছে শুক্রবার ৪ঠা মার্চ রাত ৮ ঘটিকার সময় চাদপুর জেলার হাজিগঞ্জ উপজেলার বলাকাল বাজারে।জানা গেছে নিহত শ্রীঘর গ্রামের জিল্লুর রহমানের বড় ছেলে মোঃ জুবায়ের মিয়া হাজি গজ্ঞের বালাকাল বাজারেএকটি প্লাস্টিকের দোকানে চাকুরী করতো।সম্প্রতি জুবায়ের মালিকের নিকট থেকে ৫ লক্ষ টাকার বিনিময়ে ওই দোকানটি ক্রয় করে নেয়।শুক্রবার ছিল নতুন দোকান উদ্ভোধন ও মিলাদের দিন।সেই জন্য জুবায়েরের বাবা ও ৮ বছর বয়সী ছোট ভাই মোঃ বায়জিদ মিয়া সেখানে বেড়াতে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানায়,দোকান উদ্ভোধন করে মিলাদ শেষে প্রতিবেশী এক দোকানদারকে তাবারক দিতে গিয়ে রাস্তা পারাপারের সময় চাদপুরগামী একটি পিকআপ ভ্যান এসে বাবা জিল্লুর রহমান ও ছেলে বায়জিদকে চাপা দিলে ঘটনাস্থলেই বায়জিদের( ৮)মৃত্যু হয়।বাবা জিল্লুর রহমানকে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।ওই ঘটনায় এখন জিল্লুর রহমানের বাড়িতে চলছে শোকের মাতম।