হারিয়ে যাওয়া ছেলে’কে মায়ের কুলে ফিরিয়ে দিলেন ফুলপুর থানা পুলিশ

0
34

মোঃ কামরুল ইসলাম খান, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের হারিয়ে যাওয়া সামিউলকে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিলেন ফুলপুর থানা পুলিশ।

গত ২৬/১/ ২০২৪) তারিখ বেলা ১২ ঘটিকার সময় ফুলপুর থানাদিন রূপসী বাজার এলাকা হতে (সামিউল)১৩ বছর বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যায় পরে সে আর বাড়ি ফিরেনি। পরে মা জোছনা বেগম, পিতা আকবর আলী, গ্রাম ৮ নং ইউনিয়ন এ-র রূপসী বাশাটি।মা জোছনা বেগম ফুলপুর থানায় এসে ছেলে নিখোঁজ হবার একটি জিডি করেন। পরে অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুবুর রহমান এর নির্দেশেনায় ফুলপুর থানার এস আই কামাল আহমেদ ও এস আই শাহাদাৎ হোসেন মুন্না তথ্যপ্রযুক্তির মাধ্যমে ছেলে ছামিউল কে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেন।হারিয়ে যাওয়া ছেলেকে পেয়ে মা অনেক খুশি হয়েছেন এবং ফুলপুর থানা পুলিশকে অনেক ধন্যবাদ জানান, মা জোসনা বেগম বলেন আমি আপনাদের প্রতি চির কৃতজ্ঞ থাকব। আমি যতদিন বেঁচে থাকব আপনাদের জন্য দোয়া করব।

এ বিষয়ে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা জনগণের সেবক, জনগণের কাজ করা আমাদের দায়িত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here