এম এ কাদের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী সম্পন্ন হয়েছে। ২৪তম বছরে পা রাখল উক্ত সমাজ সেবী সংগঠনটি।
পহেলা জানুয়ারী-২০২৩ রবিবার বিকাল ৩ টার সময় দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের সভাপতি
আনোয়ার হোসেন বেলাল এর সভাপতিত্বে,
উপজেলার সমজদিপুরে ( দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদে কার্যালয়ে) ২৩তম প্রতিষ্ঠাতা বার্ষিকী অনুষ্ঠিত হয়। প্রথমেই কেইক কেটে ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন। পরে কোরআনুল কারীমের তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম ধাপে ধাপে আরম্ভ হয়।
তারপর আমন্ত্রিত অতিথিদের ফুলেল মালা দিয়ে বরণ করে নেন দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের নেতৃবৃন্দ সহ
বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
সর্ব শেষে উক্ত পরিষদের সভাপতি ডাঃ আনোয়ার হোসেন বেলাল (বাংলাদেশ প্রেসক্লাব মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক) আগামী প্রজন্মের প্রতি লক্ষ রেখে দিক নির্দেশনা মূলক বক্তব্য তুলে ধরেন। এবং এ সাথে অনুষ্ঠান সম্পন্নকরণের শেষ দিকে “দক্ষিণ মাধবপুর উন্নয়ন পরিষদের” প্রতিষ্ঠাতান সভাপতি আগামী উপজেলা নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদে নির্বাচন করবেন বলেও ঘোষণা করেন।
Wow, marvelous weblog format! How long have you ever been running a blog for?
you make running a blog glance easy. The overall look of your
web site is magnificent, let alone the content material!
You can see similar here ecommerce