লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে ভারত থেকে ৪৬টি সাপ নিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে দুই সাপুরেকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার ( ৬ মার্চ) রাতে তাদেরকে আটক করা হয়। পরে রাতেই বিজিবি পাটগ্রাম থানায় একটি মামলা দায়ের করে তাদেরকে পুলিশের নিকট হস্তান্তর করে।
বিজিবি ও থানা পুলিশ জানান, পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তের ৭ নম্বর মেইন পিলার ও ৩১ নম্বর সাব পিলারের পাশ দিয়ে ভারত থেকে ৪টি কাঠের বাক্সে বিভিন্ন প্রজাতির সাপ নিয়ে সাপুড়ে হামিদুল ইসলাম (২১) ও রাকিব (২৫) অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশ করলে সংবাদ পেয়ে বিজিবি তাদেরকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন জাতের ৪৬টি ছোটবড় সাপ, পাথরের ১৪০টি আংটি, এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করে।
আটককৃত সাপগুলোকে লালমনিরহাট জেলা প্রাণিসম্পদ কার্যালয়ের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন এর সাখে কথা বললে তিনি জানান, বিজিবি দহগ্রাম সীমান্তে থেকে দুই সাপুড়েকে ধরে থানায় দিয়েছেন বিষয়টি জেনেছি।
এ বিষয়ে পাটগ্রাম থানা ওসি হাফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওরা বেদে সম্প্রদায়ের লোক। ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় বিজিবির হাতে আটক হন। তিনি আরো জানান, আটককৃতদেরকে লালমনিরহাট আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে