৫ম বারের মত শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় মাধবপুরবাসী মুগ্ধ,,,,,,,,,,,,,,,।
এম এ কাদেরঃ হবিগঞ্জ জেলার ৫ম বারের মতো শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
শনিবার ৯ই এপ্রিল সকালে হবিগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় সবার উপস্থিতিতে হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি সকলের সম্মুখে সম্মাননা স্মারক ক্রেস্ট উপহার হিসেবে তুলে দিলেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক এর নিকট।
পরে আরো জানা যায় যে,ফলাফলটি গত মার্চ ২০২২ সনের মাসটি সহ ৫ম বার নির্বাচিত।
এতে আরো জানা যায়, মাধবপুর থানায় যোগদান করার পর থেকে ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক মাদক, সন্ত্রাস দমনসহ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ওয়ারেন্ট তামিল, মামলার রহস্য উদঘাটন জন্য বিশেষ ভূমিকা রাখায় জেলার শ্রেষ্ঠ ওসি মনোনীত করেন।
হবিগঞ্জ জেলা পুলিশের কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এস এম মুরাদ আলি।এ সময় তিনি জানান,পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রণীত অভিন্ন মানদণ্ডের আলোকে মার্চ ২০২২ বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখায় জেলার সেরা পুলিশ অফিসারদের কে পুরস্কৃত করা হয়।
এ সময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর), পুলিশ সুপার মাধবপুর চুনারুঘাট সহ জেলার সিঃ অফিসার বৃন্দ উপজেলার বিভিন্ন থানা হতে আসা পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রাজ্জাক ৫ম বারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় হবিগঞ্জ জেলা তথা মাধবপুর উপজেলার গণমাধ্যম কর্মী ও স্হানীয় প্রশাসনসহ নেতাকর্মীদের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।