ঋণ চাপে আত্মহত্যা করল হুমায়ুন কবির নামে এক যুবক

0
488

জেলা প্রতিনিধিঃ যুবক হুমায়ুন কবির ঋণের চাপ সামলাতে না পারায় কারণে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তিনি। তার বাড়ি ঢাকায় বলে জানা গেছে।

৩ মে (সোমবার) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজার গেট এলাকার জালালাবাদ বোর্ডিংয়ের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী থানার পুলিশ।

এ সময় একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। সুইসাইড নোটে ঋণের কথা উল্লেখ করে স্ত্রীর কাছে ক্ষমা প্রার্থণা করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস এম আবু ফরহাদ।

কিসের ঋণ বা কোন ব্যাংকের ঋণ এ রকম কিছু নোটে উল্লেখ করা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘অনেক ঋণ। বিভিন্নরকম ঋণ ছিল তার। নির্ধারিত করে কোনো কিছু উল্লেখ নেই।’

এদিকে একটি সূত্রে জানা যায়, সুইসাইড নোটের লেখাগুলো হৃদয়বিদারক। হুমায়ুন কবির ওই নোটে লিখেছেন, ‘অনেক ঋণ রেখে গেলাম। পারলাম না আমি শোধ করতে। আমাকে ক্ষমা করে দিও। আর আমার সন্তানদের মানুষ করো। তাদের দিকে খেয়াল রেখো।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here