জীবনের হিসাব – বশির আহমদ

0
75

অতশত ভীড়ের মাঝে আমি আবার কাকে খুঁজি?আমার কি আর সময় আছে? বেদনায় চোখ বুজি!পরিচিত মিছিলের মাঝ, সবার চেয়ে ক্ষুদ্র আমিমুক্তির ঐ ফয়সালা বিনে নর্দমার কীট অনেক দামি।

অঙ্ক কষার ভয় নেই তাদের, না যে কোনো পরাজয়
আমার পথের সামন খানি দূর্গম অতি বিষাদময়।
নদী ভাটার সময় এখন নোঙর তুলতে ডাকবে মাঝি
খুব সহসা হিসাব মিলাও কেমন ছিল ফেরেব বাজি।
আলো আঁধার খেলার মাঠে যেমন আমি তেমন খেলায়
দর্শক মনের মনিকোঠায় আমার স্থান শূন্যের কোঠায়।
বেচাকেনার পসরা মেলে বসে ছিলাম পণ্যের হাটে
ফতুর হয়ে আজ ভিখারি জীবন প্রদীপ পড়ল লাটে।
সবাই এখন যাচ্ছে দূরে নিঃস্ব করে আমায় একা
গোধূলিতে ডাকি যারে কেউ আসেনা দেয় না দেখা।
আপন মানুষ ভুলে যাচ্ছে ঘাটে বাঁধা তরী দেখে
যাদের সনে কথা বলি আড়ালে যায় আমায় রেখে।
সংগোপনে চেয়ে দেখি নগদ বাকির হিসাব খাতা
দেখতে পাই যে আছে কেবল পণ্য হিনে শূন্য পাতা।
জীবনতরীর ক্ষতির অংশ নেয় না কেহ আপন ভাগে
ঊষাকালে ভেবে নিও গো ব্যবসা করো সবার আগে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here