নলডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

0
85

ফজলে রাব্বী, নলডাঙ্গা(নাটোর) প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার ২৭শে অক্টোবর দুপুরে উপজেলার পরিষদ সভা কক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রোজিনা আক্তার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,নলডাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল আলীম সরদার,কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব)এর নলডাঙ্গা উপজেলা শাখা সভাপতি সাংবাদিক রানা আহমেদ।

এসময় উপস্থিত ছিলেন,উপজেলার প্রানী সম্পদ কর্মকর্তা-ডা রাকিবুল হাসান সুজন, উপজেলার সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার, বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শাহজাহান আলী,খাজুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সোহরাব হোসেন,উপজেলার ক্যাব’সাধারন সম্পাদক সাংবাদিক আরিফুল ইসলাম ,নলডাঙ্গা উপজেলার বাজার কমিটির সভাপতি মোঃ নাসির উদ্দীন ও নলডাঙ্গা উপজেলার বাজার কমিটির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলার প্রমুখ।

সেমিনারে উপজেলা প্রশাসনের কর্মকর্তা,ক্যাব উপজেলা কমিটি নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বাস্তবায়ন অব্যাহত থাকবে। তবে ক্রেতা-বিক্রেতাদের আরো সচেতন হতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here