লালমনিরহাটে সনাতন ধর্মাবলম্বী পূর্ব পরিকল্পিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ

0
328
লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটে সনাতন ধর্মাবলম্বী মানুষের মন্দিরে পূর্ব পরিকল্পিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়, সোমবার (১৮ অক্টোবর) সকাল ১০টায় লালমনিরহাট জেলা শহরের প্রাণকেন্দ্র মিশন মোড় চত্ত্বরে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) লালমনিরহাটের আয়োজনে নোয়াখালী ইসকন মন্দির, কুমিল্লা, চাঁদপুর, গাজীপুর, চট্টগ্রামসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বী মানুষের মন্দিরে পূর্ব পরিকল্পিত সাম্প্রদায়িক হামলা, হত্যাযজ্ঞ, অগ্নিসংযোগ, লুটতরাজ ও বিগ্রহ ভাংচুরের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) লালমনিরহাটের অধ্যক্ষ শ্রী প্রভূ মহাকৃষ্ণ প্রেমদাস ব্রহ্মচারী, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ লালমনিরহাট জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা শৈলেন্দ্র নাথ বর্মণ প্রমুখ। এ সময় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) লালমনিরহাটের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, প্রতিবাদ সমাবেশটি লালমনিরহাটের মিশন মোড় চত্ত্বরে শুরু হয়ে লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here