নাফিছা এন্ড আয়েশা মোল্লা মহিলা মাদ্রাসায় ভর্তি চলছে

0
24
স্বকীয় বৈশিষ্টঃ-
* কোরআন, তাজবীদ, হাদিস,  আরবী, বাংলা, অংক ও ইংলিশ মিডিয়াম।
* যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা।
*শিশু শ্রেণি হতে ৫ম শ্রেণী পর্যন্ত মাদরাসার নিজস্ব ব্যবস্থাপনায় সমাপনী।
* শরয়ী পর্দা বজায় রেখে সরকারি বেসরকারি
বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সু-ব্যবস্থা।
* কোলাহলমুক্ত নিরিবিলি ও মনোরম পরিবেশে
শরয়ী পর্দা ও নিরাপত্তার বিশেষ ব্যবস্থা।
* এতিম, অসহায়, গরীব ও মেধাবী ছাত্রীদের জন্য বিশেষ সুবিধা।
* ২০ জন শিক্ষার্থীর জন্য ০১ জন শিক্ষিকা নির্ধারিত।
* শিশু শ্রেণী থেকে ইবতেদায়ী পর্যন্ত (প্লে থেকে দশম শ্রেণী পর্যায়ক্রমে)।
এই মাদরাসাটি ছাত্রদের পড়ালেখার জন্য অত্যন্ত উপযোগী স্থান। দক্ষ ও অভিজ্ঞ উস্তাদদের মাধ্যমে সার্বক্ষণিক ছাত্রদের পড়াশোনার মানোন্নয়নের চেষ্টা করা হয়। একজন অভিভাবক তার কোমলমতি সন্তানকে এ মাদরাসায় ভর্তি করাতে পারেন অত্যন্ত স্বাচ্ছন্দ্যে। এখানে ছাত্রদের পড়াশুনার পাশাপাশি আমল আখলাক ও তরবিয়াতের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করা হয়।’
নির্ধারিত সময়ে সকাল ১০-টা থেকে বিকাল ৩ টা ৩০ মিনিট পর্যন্ত।
যে যে বিভাগে ভর্তি নেওয়া হবেঃ-
* নূরানী বিভাগ ও ইবতেদায়ী বিভাগ।
* বয়স্কদের জন্য নৈশ শিক্ষার সু-ব্যবস্হা রয়েছে।
* সাথে নিজের ২ কপি পাসপোর্ট সাইজ ছবি,
জন্ম নিবন্ধন কার্ডের ফটোকপি নিয়ে আসতে হবে।
যোগাযোগঃ  শিমূলঘর দক্ষিণ গ্রাম মোল্লা বাড়ি, ছাতিয়াইন, মাধবপুর, হবিগঞ্জ – সিলেট।
বিস্তারিত জানতে-মোবাইলঃ 01711991217  01611991217  0140099121
বিঃ দ্রঃ চলিত বছরে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। বই খাতা কলম ফ্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here